তাফসীর ফী যিলালিল কোরআন (১-২২ খণ্ড)

কুরআনের তাফসীর নিয়ে কথা বললেই সর্বপ্রথম যে তাফসীরগুলোর নাম উঠে আসে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ‘তাফসীরে ফী যিলালিল কোরআন’। তাফসীর ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসীরে তাবারী , তাফসীরে মারেফুল কুরআন ,তাফহীমুল কোরআন এর মতো ফী যিলালিল কোরআন ও একটি বিখ্যাত কুরআনের তাফসির। আল কোরআন মুসলিম-অমুসলিম নির্বিশেষে গোটা মানবজাতির জন্য হেদায়াতের উৎস । কুরআন মাজিদের ভাষা বুঝতে হলে , কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে তা জানতে হলে কুরআনের তাফসীর জানা আবশ্যক। তাফসীরে ফী যিলালিল কোরআন বাংলা তাফসীর গুলোর মধ্যে গ্রহনযোগ্যেতার শীর্ষে থাকা অন্যতম একটি তাফসির। কুরআন থেকে হেদায়েত প্রাপ্ত হলে, হেদায়েতের আলোতে নিজেকে আলোকিত করতে হলে কুরআনকে বুঝতে হবে। আর কুরআন বুঝতে হলে কুরআনের তাফসির অধ্য়য়ন করা আবশ্যক।আপনি যদি ফিকাহ শাস্ত্র নিয়ে গবেষণা করতে চান তাহলে তাফসিরে ইবনে কাসির জানা আপনার জন্যে অপরিহার্য। ইসলাম প্রতিষ্ঠার মহান সংগ্রামে শহীদ কুতুবের নাম যেমনি চিরস্মরণীয় হয়ে আছে, তেমনি তাঁর রচিত তাফসীর ‘ফী যিলালিল কোরআন’ চিরকাল কোরআনের একটি অন্যতম তাফসীর গ্রন্থ হিসেবে জায়গা দখল করে থাকবে।


তাফসীর ফী যিলালিল কোরআন
লেখকঃ
সাইয়েদ কুতুব শহীদ
প্রকাশনীঃ
আল কোরআন একাডেমী লন্ডন
অনুবাদকঃ
হাফেজ মুনির উদ্দীন আহমদ





ডাউনলোড লিঙ্কঃ




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.